• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯

অপরাধ

লক্ষ্মীপুরে স্ত্রী-শ্বশুরকে অস্ত্র দ্বারা কুপিয়ে হত্যার অভিযোগ

  • প্রকাশিত ১৪ সেপ্টেম্বর ২০২৩

মোস্তাফিজুর রহমান টিপু, লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরের রামগতির জাকির হোসেন সুমন নামে এক যুবকের বিরুদ্ধে  তার স্ত্রী রাশেদা আক্তার (২২) ও শ্বশুর বাদশা মিয়া (৫০)কে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এসময় শাশুড়ি আঙ্কুরী বেগমকে (৪৫) কুপিয়ে আহত করেছে বলেও রয়েছে অভিযোগ।

বুধবার (১৩ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে উপজেলার চরবাদাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরকলাকোপা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাদশা মিয়া চরকলাকোপা গ্রামের মৃত তোবারক আলীর ছেলে। 

হত্যার ঘটনায় অভিযুক্ত জাকির হোসেন সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে কমলনগর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হত্যার ঘটনায় নিহত বাদশা মিয়ার ছেলে বাদী হয়ে সুমনের বিরুদ্ধে রামগতি থানায় মামলা করেন।   

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রামের বাসিন্দা সুমনের সঙ্গে রাশেদার বিয়ে দেওয়া হয়। কিন্তু বিয়ের পর থেকেই ওই যুবক তাকে মারধর করতো। এতে কৌশলে রাশেদাকে তার বাবা-মা বাড়িতে নিয়ে আসে। পরে তাকে এলাকায় ফের বিয়ে দেওয়া হয়। বুধবার সন্ধ্যায় জাকির হোসেন সুমন দুইজন লোকসহ মোটরসাইকেলে করে শ্বশুরবাড়িতে আসেন। তখন স্ত্রীর দ্বিতীয় বিয়ের কথা জানতে পেরে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। এসব নিয়ে বাগ্‌বিতণ্ডা শুরু করেন সুমন একপর্যায়ে স্ত্রী রাশেদাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপাতে থাকেন। এ সময় রাশেদার বাবা বাদশা মিয়া ও মা আঙ্কুরি বাধা দিতে এলে তাঁদেরও এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। ঘটনাস্থলেই স্ত্রী রাশেদা আক্তার ও তাঁর বাবা বাদশা মিয়া মারা যান। আহত অবস্থা আঙ্কুরিকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার পর স্থানীয় আকবর হোসেন নামের একজন ৯৯৯ এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।  

চরবাদাম ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন জসিম বলেন, বাদশা ও তার মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বাদশার স্ত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত সুমনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads